দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধের পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আরবিএস এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এক ট্রাক পেঁয়াজ আমদানি করেন।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি ট্রাকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ বন্দরে প্রবেশ করে।
বিষয়টি জানিয়েছেন, আমদানি কারক আহমেদ আলী সরকার।
তিনি জানান, সাড়ে ৫ মাস বন্ধের পর ভারত সরকার ৪০% শুল্কে গত ৫ মে পেঁয়াজ আমদানির অনুমতি দেন। ৪০ শতাংশ শুল্কে পেঁয়াজ আমদানি করলে আমরা লোকসানে পড়বো। যার কারণে আমদানির অনুমতি পেলেও আমরা পেঁয়াজ আমদানি করিনি। তবে ওপারেই আমাদের অনেক পেঁয়াজ ক্রয় করা ছিলো। দেশের বাজারে তা আনলে লোকসান হবে। সেই কারণে ঐদেশেই বিক্রি করা হয়েছে। অবশেষে ভারত সরকারকে ৪০% শুল্ক দিয়ে আজ এক গাড়িতে ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের বাজারে কি দাম পাবো এখনও বলতে পারছি না। বাজারজাত করার পর বিষয়টি বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss