ফুলপুর হাসপাতালকে একশত শয্যায় উন্নিত করা হোক। কারণ প্রতিদিন একশত'র উপরে রোগী ভর্তি থাকে। আজ ১৫ মে - ২০২৪, রোজ বুধবার বেলা ১১টা পর্যন্ত প্রায় ১২৫ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ৫৪ জন মহিলা, ১১ জন শিশুসহ ২৯ জন ডায়রিয়ায়, বাকী ৪২ জন নিউমোনিয়া, পেটব্যথা, দুর্ঘটনাজনিত, জ্বরসহ অন্যান রোগে ভর্তি চিকিৎসা নিচ্ছেন। ফুলপর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকগণ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। একদিকে চিকিৎসক ও নার্সের অভাব, অন্য দিকে ঔষধের অভাব। রোগীর এ চাপ সামাল দেওয়া যাচ্ছে না। একশত শয্যার হলে রোগীদেরকে কিছুটা হলেও ভাল চিকিৎসা দেওয়া যেত বলে মত প্রকাশ করেন দায়িত্বরত কর্মকর্তা।
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা যায় যে, ফুলপুর হাসপাতালে মাত্র ৭ জন চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন। যারা পোস্টিং এ ছিলেন, তাদের মধ্যে ৪জন প্রেশনে অন্যত্র আছেন। একজন কানাডা, একজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, একজন জেলখানায় কর্মরত আছেন। দুইজন মহিলা চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে আছেন। ২৭ জন ডাক্তারের মধ্যে ১৪জন কর্মরত আছেন।
ফুলপুরবাসী ও সময়ের দাবী ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নিত করা হোক। বিষয়টি মাননীয় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফ আহমেদ এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss