দিনাজপুরের বিরামপুরে ২৯ বিজিবি ফুলবাড়ী সদস্যগন কর্তৃক বিপুল পরিমাণ কোকেন জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ফুলবাড়ী ২৯ বিজিবি'র অধিনায়ক লেঃকর্নেল এ.বি.এম জাহিদুল করিমের দিক নির্দেশনা ও তত্ত্বাবধায়নে ১৩ই মে বিকাল সাড়ে তিনটার দিকে বিরামপুর বিশেষ ক্যাম্পে কর্মরত হাবিলদার আব্দুল মান্নান ও হাবিলদার সেলিম রেজার নেতৃত্বে একটি বিশেষ দল বিরামপুর রেলওয়ে স্টেশনে খুলনা হতে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ব্যাগে রাখা রেলিং এর উপর থেকে সন্দেহমূলক একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে।পরবর্তীতে ট্রেনে সেই ব্যাগের মালিক কে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে ব্যাগটিতে তল্লাশি করে ১১প্যাকেট কোকেন জাতীয় মাদকদ্রব্য পাওয়া যায়।
যার ওজন আনুমানিক ২.০২৯ কেজি।যার আনুমানিক মূল্য ১ কোটি ১লক্ষ ৪৫ হাজার টাকা। উদ্ধারকিত কোকেন দিনাজপুর জাতীয় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক এ বি এম জাহিদুল করিম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি মাদকদ্রব্য সহ সীমান্তে অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রাখছে এবং থাকবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss