লালমনিরহাটের হাতীবান্ধায় ২৫৮ বোতল ফেন্সিডিলসহ সুশান্ত চন্দ্র (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ এর সদস্যরা ।
সোমবার (১৩মে) দুপুরের দিকে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বড়দল ব্রীজের পশ্বিম পার্শ্বে র্যাব-১৩ এর একটি ইউনিট অভিযান পরিচালনা করে তাকে আটক করে।আটক সুশান্ত চন্দ্র হাতীবান্ধা উপজেলার কাদমা গ্রামের স্বপন চন্দ্রের ছেলে।
র্যাব সুত্র জানায়, সোমবার উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বড়দল ব্রীজের পশ্বিম পার্শ্বে অভিযান পরিচালনা করে র্যাব-১৩ এর একটি ইউনিট। এসময় ২৫৮ বোতল ফেন্সিডিলসহ সুশান্ত চন্দ্রকে আটক করা হয়।
র্যাব সুত্রে আরও জানায়, মাদক ব্যবসায়ী সুশান্ত চন্দ্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। সে বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ ভারত হতে পাচার করে নিয়ে এসে রংপুর এবং লালমনিরহাট জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। বিকেলে সংবাদ সম্মেলন শেষে ওই মাদক ব্যবসায়ীকে হাতীবান্ধা থানায় হস্তান্তরসহ মাদক মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss