নীলফামারীর ডোমার পৌর এলাকার ৩নং ওয়ার্ডে অবস্থিত পৌর কাঁচাবাজার। এই কাঁচাবাজারটি নতুন ভাবে উঁচুকরণ ও আধুনিকায়নের লক্ষ্যে সংস্কার ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ই মে) সকালে পৌর কাঁচাবাজার প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিকায়ন কাঁচাবাজার নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু।
এসময় অন্যান্নদের মধ্যে পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা বেগমসহ কাঁচাবাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, প্রকৌশলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আধুনিকায়ন কাঁচা বাজার নতুনভাবে নির্মানের বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, পৌরসভার অধীনে এবং প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্যাকেজ টেন্ডারের মাধ্যমে প্রায় ০৮ কোটি টাকা ব্যয়ে পৌর কাঁচাবাজার নতুনভাবে সংস্কার করা হবে। এর মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা, মার্কেট উঁচুকরণ আধুনিক শৌচাগারের পাশাপাশি পানি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, আধুনিক সেডসহ নানান রকমের সুযোগ-সুবিধা যুক্ত হবে এই কাঁচা বাজারে। এছাড়াও নতুনভাবে নির্মান হওয়ার পর নির্মাণকৃত কাঁচাবাজারে আগের তালিকা অনুযায়ী দোকান ঘর বরাদ্দ দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss