
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বশত্রুতার জের ধরে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে আদালত ৯ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন:
চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চু
আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের সালাউদ্দিন
আব্দুর রহমান
মফিজুর রহমান খন্দকার
জিয়াউদ্দিন শিমুল
জাহিদ বিন শুভ
রেজাউল করিম বাবলু
রিয়াজ উদ্দিন মিয়াজী
আমির হোসেন
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:
আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের নুরুল আলম
কফিল উদ্দিন
নুরুন্নবী সুজন
ইকবাল আহমেদ
সাইফুল ইসলাম
মাহফুজুর রহমান খন্দকার
মোশারেফ হোসেন
মো. আলাউদ্দিন
মোহাম্মদ আলী হোসেন
বিচারক জাহাঙ্গীর হোসেন রোববার (১২ মে) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতে এই রায় দেন।
২০১৬ সালের ৮ জানুয়ারি
কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
নিহত: যুবলীগ নেতা জামাল উদ্দিন।
আসামি: মোট ২৩ জন, যার মধ্যে ৯ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড।
তৎকালীন আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় জামাল উদ্দিনের সাথে তার বিরোধ ছিল।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রায় ঘোষণার সময় একজন যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত ও দুইজন খালাস পাওয়া আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বাকি আসামিরা পলাতক।