অদ্য ইং ১০/০৫/২০২৪ তারিখ রায়পুরা থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ (দু্ই) জন ভিন্ন ভিন্ন মেয়াদের সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী সহ অন্যান্য মামলার মোট ০৯ (নয়) জন পরোয়ানা ভূক্ত আসামীদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ।
নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব আফসান-আল-আলম রায়পুরা সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ জনাব সাফায়েত হোসেন পলাশ এর সার্বিক তত্বাবধানে রায়পুরা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানঃ-
অভিযানকালে এসআই/আব্দুল হালিম, এসআই/ফয়সাল আহমেদ,এসআই/নিতাই চন্দ্র দাস, এসআই/ আব্দুস সালাম,এসআই/রকিবুল ইসলাম, এসআই/বিল্লাল হোসাইন, এসআই/আব্দুস সালাম খান,এসআই/মাহমুদুল হাসান, এএসআই/ মোঃ জোবায়ের হোসেন, এএসআই/রবিউল ও সংগীয় ফোর্স সহ ভিন্ন ভিন্ন মেয়াদের ০১ (এক) টি জিআর, ০১(এক) টি সিআর সাজা পরোয়ানা ভূক্ত আসামী এবং অন্যান্য জিআর সিআর মামলার গ্রেফাতারী পরোয়ানা ভূক্ত আসামী সহ মোট ০৯(নয়) জন আসামী গ্রেফতার করিয়া অদ্যই বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।