নরসিংদী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ ভূইয়া এর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাড়ির আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। বুধবার (৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার যোশর ইউনিয়নের ভংগারটেক গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন।
জেলা পরিষদ সদস্য আমান উল্লাহ ভুইয়া বলেন, দৈর্ঘ্যে ৬০ ফুট ও প্রস্থে ২৫ ফুট গ্রামের ওই বাড়িতে আমরা কেউ নিয়মিত বসবাস করি না। বাড়িটিতে প্রায় ২৫ লাখ টাকার আসবাবপত্র ছিল। আগুনের ঘটনায় অবশিষ্ট আর কিছু নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ছিটিয়ে বাড়িটির দুটি রুমে আগুন দিয়েছে। আগুনে পুড়ে সব মিলিয়ে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে। কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক বলতে পারছি না।
শিবপুর থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss