রায়পুরা থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ (দুই) কেজি গাঁজা এবং ৩২ (বত্রিশ) লিটার চোলাই মদ সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জনাব মোঃ সাফায়েত হোসেন পলাশ অফিসার ইনচার্জ, রায়পুরা থানা, নরসিংদীর এর দিক নির্দেশনায় এসআই/রকিবুল ইসলাম , সংগীয় ফোর্সসহ ইং ০৩/০৫/২০২৪ তারিখ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বিকাল ৩.৩৫ ঘটিকায় সময় রায়পুরা থানাধীন মির্জাপুর ইউপিস্থ পূবেরচর সাকিনস্থ বাগানবাড়ি জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আব্দুল কাদের (৪৮), পিতা- মৃত লুৎফর রহমান , সাং- উত্তর চাঁদপুর, থানা- ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর কে ০২(দুই) কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
এই সংক্রান্ত রায়পুরা থানার মামলা নং- ৪, তারিখ- ০৩/০৫/২০২৪ ইং ধারা- ৩৬(১) সারনিক ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়। এবং একই তারিখ এসআই/ফয়সাল আহমেদ , সংগীয় ফোর্সসহ ইং ০৩/০৫/২০২৪ তারিখ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সন্ধ্যা ৬.০৫ ঘটিকায় সময় রায়পুরা থানাধীন মরজাল ইউপিস্থ মরজাল সাকিনস্থ মরজাল বাসস্ট্যান্ডে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী রহমত আলী (৫০), পিতা- মৃত মুনসুর আলী , সাং-পাচদোনা বাটপাড়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদী কে ৩২ (বত্রিশ) লিটার চোলাই মদ সহ গ্রেফতার করেন।
এই সংক্রান্ত রায়পুরা থানার মামলা নং- ৫, তারিখ- ০৩/০৫/২০২৪ ইং ধারা- ৩৬(১) সারনিক ২৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।
গ্রেফতাকৃত আসামীদ্বয় কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss