দিনাজপুরের প্রতিটি উপজেলায় গরমের তীব্রতা কমে তাপমাত্রা কয়েকদিন আগের তুলনায় পাঁচ থেকে ছয় ডিগ্রি নীচে নেমে এসেছে, রাতে তাপমাত্রা আরো কমে যায় ১২ থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত। ফলে মাঝরাত থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হয়। শনিবার জেলার বিভিন্ন এলাকায় গরমের তীব্রতা কমাসহ সারাদিন আকাশ মেঘলা ও মৃদু বাতাস লক্ষ্য করা যায়।

আবহাওয়া পূর্বাভাসে জেলার তাপমাত্রা ৪ মে থেকে কমার কথা বলা হলে তা আজ থেকে লক্ষ্য করা যায়। বাতাসের আদ্রতা ছিল ৬৫ শতাংশ। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। শনিবার সারাদিন আকাশে মেঘ ও সূর্যের লুকোচুরিতে ছিলনা রোদের তীব্রতা। বেশিরভাগ সময় সূর্য মেঘে ঢাঁকা ছিল। অন্যান্য দিনের তুলনায় রাস্তাঘাটে লোকজনকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। গত দু’দিনে সন্ধ্যা ও রাতে বৃষ্টির সম্ভবনা দেখা দিলেও দুই/এক ফোঁটা বৃষ্টি পড়লেও পরে আর বৃষ্টির দেখা মেলেনি।
তবে আগামী কয়েক দিনের মধ্যে দিনাজপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss