রাজশাহী দুর্গাপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরীফের পক্ষে কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ৪ঠা মে সন্ধ্যায় কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ইউনিয়নের উজাল খলসী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান আবুল কালাম আজাদ সঞ্চালনায় এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মান্নান ফিরোজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দুর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু , দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওবাইদা মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান পুটটু, দূর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, পানানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়াম্যান আজাহার আলী খান, মাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রুকুনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিক, পানানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কহিদুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আনোয়ার পাশা, প্রমুখ।
এছাড়াও কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।