লালমনিরহাটের কালীগঞ্জের হাজরানিয়ায় আকিজ বিড়ি শ্রমিকদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিড়ি শ্রমিকরা কারখানার কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছে।শনিবার (৪ মে) বিড়ি শ্রমিকরা দিনব্যাপী কর্মবিরতি পালন করে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভে কারখানাটির প্রায় ৬শত শ্রমিক অংশ নেয়। পরে মালিক পক্ষের সাথে শ্রমিকদের আলোচনার মাধ্যমে সমঝোতা হলে বিকেলে শ্রমিকরা তাদের কাজে ফেরত যায়।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বেশ কিছুদিন যাবত অন্যায়ভাবে কর্মরত শ্রমিকদেরঅন্যায়ভাবে চাকরিচ্যুত করে আসছে। সেই সাথে শ্রমিকদের ন্যায্য পাওনা না দিয়ে শ্রমিকদের সঙ্গে বিরূপ আচরণ করা হচ্ছে।বিড়ি কারখানার শ্রমিক হাফিজুল ইসলাম জানান, শ্রমিকরা তাদের ন্যায্য ছুটি নিলে এখানে কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটির টাকা দেয় না। গত কয়েকমাস যাবত কোন ইস্যু ছাড়াই অন্যায়ভাবে শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে। আজ শনিবার সকালেও সুমন ও হাফিজুল নামে দুই শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করা হয়।
তবে কারখানাটির আরএমও নাছির উদ্দীন শ্রমিকদের চাকরিচ্যুত করার অভিযোগ অস্বীকার করে জানান, অন্যায়ভাবে শ্রমিকদের চাকরিচ্যুত করার অভিযোগ ঠিক নয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির বলেন, ‘শ্রমিকদের ধর্মঘটের কথা শুনে আইনশৃঙ্খলার যেন কোন অবনতি না হয় সে জন্য ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয় এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকে।
পরে মালিক পক্ষের সাথে শ্রমিকদের আলোচনার মাধ্যমে সমঝোতা হলে শ্রমিকরা ধর্মঘট তুলে নেয় এবং তারা কাজে ফিরে যায়। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে’।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss