নরসিংদী রায়পুরায় রডবোঝাই নসিমন সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন তরুণী নিহত দুইজন বীর মুক্তিযোদ্ধা গুরুত্ব আহত।
নরসিংদী রায়পুরা শ্রীরামপুর বাজার জনতা ব্যাংক সামনে রডবোঝাই নসিমনের সাথে সিএনজি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে বুকে পেটে রড ডুকে একজন তরুণীর নিহত, আজ শুক্রবার দুপুর ২ ঘটিকা সময় এই ঘঠনাটি ঘটে।
নিহত তরুণীর নাম শেফালী আক্তার ( ২১) নিহত তরুণী বাঁশগাড়ি চর মেঘনা গ্রামের মোঃ মস্তোফা মিয়ার স্ত্রী। এছাড়াও গুরুত্ব আহত হন ২ জন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও আবুল কাশেম। পুলিশ ও স্থানীয়রা জানাই নরসিংদী সদর আর্শিনগর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশাটি ৫জন যাত্রী নিয়ে শ্রীরামপুর বাজার জনতা ব্যাংকের সামনে পোঁছার পর বিপরীত থেকে আসা রড বোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে এই ঘঠনাটি ঘটে।
গুরুত্ব আহত অবস্থায় ৩ জনকে স্থানীয় লোকজন রায়পুরা উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছুক্ষন পর শেফালী আক্তারের মৃত্যু হয়, আহত বীর মুক্তিযোদ্ধা ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পেরন করেন। রায়পুরা থানা উপপরিদর্শক আরিফ রাব্বানী জানান নিহত শেফালী আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে, রড বোঝাই নসিমন জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss