গাজীপুরে ৮ মাসের শিশু অপহরণের ২৯ দিন পর শিশু উদ্ধারসহ আসামি আইরিনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ শামছুর রহমান।
পুলিশ জানায়, গত ৩ এপ্রিল শিশুটির মা সন্তানকে গোসল করিয়ে রুমে রেখে কাপড় ধোয়ার জন্য গোসলখানায় যায়। ফিরে এসে রুমে সন্তানকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন।একপর্যায়ে খুঁজে না পেয়ে জিএমপির বাসন থানায় পাশের রুমের ভাড়াটিয়া আইরিনকে আসামি করে মামলা দায়ের করেন।
সেই মামলার ভিত্তিতে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে বুধবার বিকাল থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে বাসন থানা পুলিশ। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে শহরের চায়না মোড় এলাকা হতে অপহরণকারী আইরিনকে গ্রেফতার করা হয়। এ সময় আইরিনের হেফাজত থেকে ৮ মাসের শিশু আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধার করে তার মা বাবার কাছে বুঝিয়ে দেয় পুলিশ।
এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বগুড়া থেকে আইরিনের স্বামী আবু সাঈদ ওরফে সুমনকে গ্রেফতার করে জিএমপি বাসন থানা পুলিশ।
অপহরণকারী আইরিন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অন্ততপুর গ্রামের আফজাল হোসেনের মেয়ে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss