
আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুরে কলেজ বাসের তেল চুরি ঘটনাকে কেন্দ্র করে বাস মালিকের ছোট ভাইকে পিটিয়ে যখম করে উল্টো মামলা দিয়ে জেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ( ২ মে ) ভুক্তভোগী কলেজ বাস মালিক আব্দুল মান্নান (৪৫) অভিযোগ করে বলেন, আমার মালিকানাধীন বাসে করে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের শিক্ষার্থীরা অনেক আগ থেকে কলেজ বাস হিসেবে ব্যবহার করে আসছে, গতকিছু মাস থেকে আমার গাড়ী গুলোর তেল চুরি হচ্ছে ,তারপর ঘটনার দিন কলেজের নিজস্ব বাস চালক তারেককে হাতেনাতে সনাক্ত করি, তাৎক্ষণিক আমি কলেজ কতৃপক্ষকে বিষয়টি অবগত করি। তারেককে তেল চুরির বিষয়ে আমার ছোট ভাই ফিরোজ আলম জিঙ্গাসাবাদ করতে গেলে সে উত্তেজিত হয়ে আমাদের উপর হামলা করে। এক পর্যায়ে তারেক জাভেদকে নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করে আমার ছোট ভাই ফিরোজ আলম কে মারাত্মক ভাবে যখম করে এবং উল্টো আমাদের উপর মামলা দিয়ে আমার ছোটকে জেলে প্রেরণ করে।
গত ২১ এপ্রিল রবিবার প্রিন্সিপাল কাজী ফারুকীর কলেজের গেটের সামনে এই মারামারির বিষয় জানতে চাইলে কলেজ কতৃপক্ষ বলেন , আমরা দুই এক দিনের ভিতরে তারেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব ।
ভুক্তভোগী আব্দুল মান্নান উপজেলা ৪নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে মৃত হোসেনের ছেলে।
স্থানীয় কয়েকজন জানান, জাভেদ কলেজের সামনে একটি ভাড়া বাসা থাকেন। তার অত্যাচারে অতিষ্ঠ তারা। সে সব সময় মানুষকে হুমকি ধুমকি দিয়ে দাপিয়ে বেড়ায়।
এ বিষয়ে জানতে জাভেদের বাসা গেলে তার সন্ধান পাওয়া যায়নি। তবে তার বাসার মালিক মমতাজ বেগম নিশি বলেন, জাভেদের সাথে মারামারি বাসার নিচের কলেজ গেইটের সামনে হয়েছে। আমার বাসা কেউ কোনো হামলা করেনি।
এই বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার বলেন, অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।