বাগেরহাটের শরণখোলায় হাঁস-মুরগির ঘর থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটি সিপিজি, ভিটিআরটি ও শরণখোলা বন্যপ্রাণি সংরক্ষণ দলের সদস্যরা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মাহবুব হোসেনের মুরগীর ঘর থেকে সাপটি উদ্ধার করেন। বিকেলে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
শরণখোলা বন্যপ্রাণি সংরক্ষণ দলের সভাপতি শেখ নাজমুল বলেন, সাপটি সোনাতলা গ্রামের মাহবুব হোসেনের হাঁস-মুরগির ঘরে ঢুকে একটি হাঁস খেয়েছে। স্থানীয়রা সাপটিকে আঘাত না করে আমাদের খবর দিয়েছে। আমরা অক্ষত অবস্থায় সেটি উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।
সিপিজি দলনেতা মো. খলিলুর রহমান বলেন, ১২ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ২০ কেজি। সুন্দরবন সংলগ্ন এসব এলাকায় মাঝেমধ্যেই সাপ সহ বিভিন্ন বন্যপ্রাণি ঢুকে পড়ে। এ সাপটিও সম্ভবত সুন্দরবন থেকে লোকালয়ে এসেছে। গত রাতের কোনো এক সময় সাপটি হাঁস-মুরগীর খোপে ঢুকেছিলো বলে ধারাণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা আজ দুপুরে সাপটিকে সুস্থভাবে উদ্ধার করেছি। বিকেলে বনরক্ষীদের নিয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্পের কাছে অজগর সাপটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss