এ সংক্রান্তে ব্রিফিং করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
উল্লেখ্য যে, গত ০৪/০৪/২০২৪ তারিখ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর দুই জন এজেন্ট এর কাছ থেকে ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ০৪/০৪/২০২৪ তারিখ সকাল অনুমান ০৯:৪৫ ঘটিকায় নগদ এর দুই জন এজেন্ট ১। মোঃ দেলোয়ার হোসেন পাঠান (৪০),২। মোঃ শাহিন (২৫), মটর সাইকেল যোগে ৬০,০০,০০০/-(ষাট লক্ষ) টাকা বহনের সময় রায়পুরা থানাধীন আমিরগঞ্জ ইউপিস্থ মাহমুদ নগর সাকিনস্থ ১০নং ব্রীজ সংলগ্ন শিমুল গাছের পাশে পাকা রাস্তার উপর হইতে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা গুলি করে উক্ত টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে রায়পুরা থানার মামলা নং-০৮, তারিখ-০৬/০৪/২০২৪ খ্রিঃ ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
অত্র বিষয়ে মামলা দায়েরের পরে নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার সরাসরি তত্ত্বাবধানে ও সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব খোকন চন্দ্র সরকার, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৯/০৪/২০২৪ তারিখ রাত্র ২৩.১০ ঘটিকায় মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় হতে ঘটনার সাথে জড়িত বিধান মিয়া নামে ০১ জন আসামী গ্রেফতার করেন এবং তার নিকট হইতে লুষ্ঠিত টাকার মধ্য হইতে নগদ ১৪,০০,০০০/- (চৌদ্দ লক্ষ) টাকা উদ্ধার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে গত ১০/০৪/২০২৪ তারিখ রাত্র ২২.০০ ঘটিকায় শিবপুর মডেল থানাধীন শিবপুর কলেজ গেট মোড় পাকা রাস্তার উপর হতে ঘটনার সাথে জড়িত হৃদয় ও সোলাইমান মিয়া নামে ০২ জন আসামী গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে নগদের লুণ্ঠিত টাকার মধ্য হতে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা উদ্ধার করেন। এ বিষয়ে তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবিন্দ প্রদান করেন। উক্ত ঘটনা সংক্রান্তে এ পর্যন্ত ০৩ জন আসামী গ্রেফতার এবং সর্বমোট ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। নরসিংদী সদরের শালিধার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া (৩২) মামলা ৩টি
২। নরসিংদী মাধবদী থানার জীতরামপুর চরদিগলদী মৃত লিটন মিয়ার ছেলে মোঃ হৃদয় (২৪)
৩। নরসিংদী পলাশ থানার ইছাখালী পশ্চিমপাড়ার মোশারফ মিয়ার ছেলে মোঃ সোলাইমান মিয়া (৩৭), মামলা ৪টি।
উদ্ধারকৃত আলামতের বর্ণনা :
১। সর্বমোট ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss