চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে ৩০ শে এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট কেন্দ্র।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এদের মধ্যে ৮ জনই পুরুষ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন মহিলা বিজয়ী হয়েছেন।
এদের মধ্যে সোহেল রানা দোয়াত কলম প্রতিক পেয়ে ১৩৫ ভোট পেয়ে প্রথম, রঞ্জিত সরকার আম পতিকে ১৩০ ভোট পেয়ে দ্বিতীয়, ধনজয় কুমার সরকার ছাতা প্রতীক ১২৮ ভোট পেয়ে তৃতীয়, ও কালিপদ ঢালী আনারস পতিকে ১২৬ ভোট পেয়ে চতুর্থ হয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবকদের ভোটার সংখ্যা ছিল ৩৩১ ভোট কাস্ট হয়েছে ২১৬। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss