গাছা থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ রায়হান হোসেন মাসুম ভাইয়ের নির্দেশে মোঃ মোঃ রিফাত আহমেদ পিয়াস । সভাপতি পদপ্রার্থী, ৩৭ নং ওয়ার্ড ছাত্রলীগ। সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, ৩৭নং ওয়ার্ড।
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ, গাছা থানা শাখা । তীব্র তাপদাহ বৃদ্ধির কারনে পথিচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণের লক্ষ্যে, ২৯ এপ্রিল ২০২৪ সোমবার সকাল ১১ টায় সময় গাজীপুর সিটি কর্পোরেশনের পানি জুস বিতারন করেন।
এই সময় সভাপতি পদপ্রার্থী, ৩৭ নং ওয়ার্ড ছাত্রলীগ। সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, ৩৭নং ওয়ার্ডে মোঃ রিফাত আহমেদ পিয়াস বলেন, আমাদের সংগঠন এর মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম কার হয় একন পযন্ত তিনটি স্থানে শরবত বিতরণ করা হয়েছে প্রথম দিন বোডবাজার বাস স্টেশন ২য় দিন বড় বাড়ি মার্কেট গাছা বাজারে আজ তারগাছ চৌধুরী মার্কেট দৈনন্দিন কাজের জন্য যে সকল শ্রমজীবী ও পথচারী মানুষের এই গরমে জীবন অতিষ্ঠ হয়ে যায়, তাদের একটু শান্তির জন্য ঠান্ডা পানি, জুস, ট্যাক, প্রতারণ করা হয়।
সকাল থেকে বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের ছাত্রলীগ নেতা সাইদুল, সাব্বির, আহমেদ বিল্লাল, হোসেন রাহাত খান,জিহাদ মিয়া শাকিল আহমেদ সানি মিয়া শুভ আহমেদ সিয়াম মিয়া বাপ্পি চৌধুরী, ইমন ইসলাম শান্ত হোসেন সৈকত , সৌরভ হাওলাদা ইয়ামিন, নাঈম বিশ্বাস, সহ আরো অনন্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে এই কার্যক্রম শেষ করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss