
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ২৮ এপ্রিল রবিবার তীব্র গরমের কারনে হিট স্ট্রোকে দুজন মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কড়াই গ্রাম ও পৌর এলাকার রাজবংশীপাড়ায় এ দুজনের মৃত্যুর ঘটনা ঘটে। কড়াই গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন (৭০) দুপুর ১টায় জমি থেকে ঘাস কেটে বাসায় আসার পথে অসুস্থতাবোধ করেন।
পরে তাকে পরিবারের লোকজন মাথায় পানি ঢালে। কিন্ত বুকে তীব্র ব্যাথ্যায় কাতর হয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। অপরদিকে ফুলবাড়ী পৌর এলাকার রাজবংশীপাড়ার ঈশ্বরচন্দ্র (৬০) মনিমালা সিনেমা হল এলাকায় তার ভাড়া নেওয়া ধানের চাতালে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চাতালের অন্যান্যরা তাকে বাসায় নিয়ে আসলে গ্রামের একজন ডাক্তার পরীক্ষা-নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন। এলাকাবাসীসহ একাধিক সূত্র হিট স্ট্রোকে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে।