শান্তিপূর্ণভাবে চলছে নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ। আজ সকাল আটটা থেকে ইভিএমে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকাল চারটা পর্যন্ত।
দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রতীকে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন নারিকেল গাছ প্রতীকে নাসিব সাদিক হোসন নোভা-রেল ইঞ্জিন প্রতীকে ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট-বিএনপি-ও মোবাইল ফোন প্রতীকে ছাদের হোসেন -জামায়াত-প্রতিদ্বন্দিতা করছেন।
পৌরসভার মোট ১৮ টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। ১৮ হাজার ৭৭৪ পুরুষ ও ১৮ হাজার ৪১৭ নারী ভোটার সহ মোট ৩৭ হাজার ১৯১ জন ভোটার তাঁদের পৌরপিতা নির্বাচন করবেন।
অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় রয়েছেন।
এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসাবে টহলে রয়েছে র্যাব ও বিজিবি সদস্যরা।একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন ১৮টি কেন্দ্রে ।
উল্লেখ্য-চলতি বছরের ১৯ জানুয়ারী জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াছ হোসেন বাবলুর আকষ্মিক মৃত্যুতে মেয়র পদটি শুন্য ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss