ফুলপুর ময়মনসিংহ আঞ্চলিকমহাসড়কের ইমাদপুর নামক স্থানে এক পথচারী নিহত হয়েছেন। তিনি আজ ভোর ৬টার দিকে বাড়ির নিকট ইমাদপুর বড় মসজিদে ফজরের নামাজ পড়ে সকালের বাজারের দিকে যেতে থাকলে বিপরীত দিক থেকে আসা ( ময়মনসিংহের দিক থেকে) তিনটি ট্রাক একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে ইমাদপুর গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে সুরুজ আলীকে (৭০) ইমাদপুর বাজারের মজিদ মার্কেটের সামনে রাস্তার পাশে চাপা দিলে সুরুজ আলী ঘটনাস্থলেই মারা যায়।
রাস্তা প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। গাড়ী ও চালক ঘটনা স্থল থেকে পালিয়ে যায়