দেশের সকল পর্যায়ের নাগরিকদেরকে সর্বজনীন পেনশন (স্কিম) আওতা আনতে ও এর সুফল সবার মাঝে পৌঁছাতে দিতে সরকার দেশব্যাপী আয়োজন করছেন এই মেলার। এই মেলা ৮ বিভাগে ও ৬৪ জেলায় করা হবে।
তারাই অংশ হিসেবে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে এ মেলা অনুষ্ঠিত হয়।
এই মেলায় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌরিন করিম- উপ পরিচালক (উপ সচিব) স্থানীয় সরকার নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান -পিরোজপুর ইউনিয়ন পরিষদ ও সিনিয়র সহ-সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss