তীব্র তাপপ্রবাহে তেতে উঠেছে নীলফামারীর সৈয়দপুরের মানুষ। প্রতিদিনই যেন বাড়ছে তাপমাত্রা।
অন্য বছর আবহাওয়ার কিছুটা তারতম্য লক্ষ্য করা গেলেও এবার এপ্রিলের শুরু থেকে তাপমাত্রা বেড়েই চলেছে এখানে। তীব্র রোদ ও তাপপ্রবাহের কারণে দুপুরের পর সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে।অনেক মানুষকে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসে থাকতে দেখা যায়। অনেককে আবার চোখেমুখে ঠান্ডা পানি দিতে দেখা যায়।এছাড়া তাপপ্রবাহের কবলে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া অন্য পেশার মানুষেরাও।এদিকে ‘হিটস্ট্রোকে’ জামিল হোসেন (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে গরমের তাপমাত্রা সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়। জামিল হোসেন শহরের নতুন বাবুপাড়ার তিল খাজা রোডের বাসিন্দা বলে জানা যায়। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চিকিৎসক আফরোজা বেগম সুমি বিষয়টি নিশ্চিত করেন।গরমের এমন ভয়াল প্রভাবে বেড়েছে জ্বর, সর্দি, কাশি ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এতে রোগীর ভিড় বেড়েছে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। বেশি অসুস্থ হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা।
সৈয়দপুরে এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দিন দিন তাপমাত্রা বেড়ে চলছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss