কুড়িগ্রামে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় বিশেষ নামাজ আদায় করেছেন মুসলিরা। বুধবার (২৪ এপ্রিল) সকালে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হরিরাম ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।
স্থানীয়রা জানান, সকালে নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচন্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা।
নামাজ পড়তে আসা স্থানীয় কৃষক আমিনুল ইসলাম বলেন,”অনেকদিন থাকি বৃষ্টি হয় না।গরমে বাইরে বেরাও যাই না। এই জন্যে জমির ক্ষতি হচ্ছে। তাই বৃষ্টির জন্য নামাজ আদায় করতে আসছি।”
মুক্তারাম বাতেনীয়া জামে মসজিদের ইমাম মাওলানা আশিকুর রহমান বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই কষ্টে আছে। সে জন্য বৃষ্টির জন্য এলাকার সবাই নামাজ পড়েছি।নামাজে ইমামতি করেন কাঁঠালবাড়ি নূরুল্লাহ ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মাওলানা উমর আলী ।
তিনি বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।