প্রত্যক্ষদর্শিরা জানাই , ২৩ এপ্রিল মঙ্গলবার রাত অনুমান ৮ টা ৩০ মিনিটে পাটের ট্রাকটি পান্থশালা থেকে বুঝায় করে ঢাকা সিলেট মহাসড়কের দিকে যাওয়ার পথে রায়পুরা বাজার এপেক্স শোরুমের সামনে রাস্তার উপরে বৈদ্যুতিক তার থেকে উচু বুঝায় করা পাটের ট্রাকে আগুনের সুত্রপাত হলে চলন্ত ট্রাকটি রায়পুরা টু শ্রীরামপুর মাঝামাঝি ব্রীজে উঠিলে ট্রাক ড্রাইভার পিছনে আগুনের ধোঁয়া দেখে বুঝতে পারে ট্রাকে বুঝায় পাটে আগুন লেগেছে , পাট বাবসায়ীর নাম ফরিদ মিয়া নরসিংদী রায়পুরা শ্রীনগর ইউনিয়নের বাসিন্দারা ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লক্ষ টাকা হবে।