কোন ক্লিনিক বা বাসায় জন্ম নেওয়া মৃত নবজাতকের একটা লাশ নতুন গামছা দিয়ে মুড়ানো অবস্থায় পাওয়া যায়।রবিবার সন্ধ্যার পর স্থানীয়দের চোখে পড়ে নবজাতকের লাশ । ময়মনসিংহ নগরীর রেলিমোড় পরিত্যক্ত পাট গুদামের ভিতর থেকে নবজাতক শিশুর নিথর মরদেহ পাওয়া যায় ।
সূত্রে জানা এলাকাবাসী তাদের নজরে পড়ে কোতোয়ালী থানার তদন্ত ডিউটি অবস্থায় ছিলেন ওসি আনোয়ার হোসেন । তিনি জানান মৃত নবজাতকের লাশটি ময়মনসিংহ লাশঘরে ফ্রিজিং করে রাখা হয়েছে। তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি আগামীকাল আঞ্জুমান মফিদুলের মাধ্যমে লাশটিকে দাফন করা হবে। জানালেন পুলিশ কর্মকর্তা।