লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন লালমনিরহাট-২ আসনের এমপি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই বর্তমান চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ও তার পুত্র রাকিবুজ্জামান আহমেদ।
রবিবার (২১ এপ্রিল) বিকেলে এমপি পুত্র রাকিবুজ্জামান আহমেদ ও এমপির ছোটভাই মাহবুবুজ্জামান আহমেদ শনিবার অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন।নুরুজ্জামান আহমেদের আপন ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং তাঁর পুত্র রাকিবুজ্জামান আহমেদ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
গত ২০২১ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে মাহবুবুজ্জামান আহমেদ জেলা কমিটির সদস্য এবং রাকিবুজ্জামান আহমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপির পরিবারের সদস্য, আত্মীয়স্বজনদের অংশগ্রহণ না করতে বা অংশগ্রহণের প্রক্রিয়ায় থাকলে সেখান থেকে সরে আসতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে নির্দেশ আসে। তারপরেও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এমপি পুত্র ও তার সহোদরের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি জেলায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। ভোটের মাঠে চাচা-ভাতিজা কেউ কাউকে ছাড় দিতে নারাজ, এ নিয়ে ভোটারদের মাঝেও কৌতূহলের শেষ নেই।
ভোটারদের ভাষ্য, চাচা-ভাতিজা দু'জন প্রার্থী হওয়ায় তারা কাকে ভোট দেবেন, এ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন অনেকে; বিপাকে পড়েছেন তাঁদের আত্মীয় স্বজনরাও। তবে নির্বাচন পর্যন্ত ভোটারদের কাছে চাচা-ভাতিজার নির্বাচনী লড়াই বেশ উপভোগ্য হবে বলে জানান অনেকে।
এবারের ভোট নিয়ে তাই আলোচনা-সমালোচনার যেন কমতি নেই । পাড়া-মহল্লায়, হাটবাজার সবখানেই চাচা ভাতিজার ভোট যুদ্ধের গল্প।এদিকে নির্বাচন নিয়ে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান মাহবুজ্জামান আহমেদ বলেন, ‘আমি দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। জয়ের ব্যাপারে আমি শত ভাগ আশাবাদী। এ ক্ষেত্রে আমার ভাতিজা তেমন কোনো সমস্যা নয় বা কোন প্রভাব ফেলতে পারবে না।
রাকিবুজ্জামান আহমেদ বলেন, 'দলীয় শতাধিক নেতা-কর্মী আমার জন্যে মাঠে থাকবেন। চাচার পেছনে এখন কোন নেতাকর্মী নেই।'
উপজেলা রিটার্নিং কর্মকর্তা জহির ইমাম জানান , আগামী ২১ মে কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেন, আমাদের কাছে সব প্রার্থীই সমান। এখানে চাচা-ভাতিজার নির্বাচন করতে কোনো বাধা নেই। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করেছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss