লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা গড্ডিমারী ইউনিয়ন এর গ্রাম পুলিশ দফাদার বিপুল চন্দ্র রায়, গত শনিবার রাত ১২ টার দিকে ঐ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দৈখাওয়াটারী এলাকায় লিপি আক্তারের বাড়িতে আটক করে স্থানীয়রা।
স্থানীয় লোকজন জানান তারা দুজনই অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল।
বিপুল চন্দ্র রায় জানান, তাকে রাস্তায দেখা পেয়ে বাসায় ডেকে পান খাওয়ার নাম করে তাকে ফাসানো হয়েছে।
জানা গেছে, তাদের এর আগেও এরকম কার্যকলাপের জন্য ঐ গ্রাম পুলিশ বিপুল চন্দ্র রায়কে সাসপেন্ডও হয়েছিল।
জানা গেছে, গড্ডিমারী ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের অমুল্য কুমার রায়ের পুত্র বিপুল চন্দ্র রায়,তিনি এর আগেও এরকম আপত্তিকর কাজ করলে তাকে গ্রাম পুলিশ পদ থেকে তাকে সাসপেন্ড করা হয়।
পরিষদের গ্রাম পুলিশ জানান, মেয়ে হলো মুসলিম আর ছেলে হিন্দু সম্প্রদায়ের। তাদের ৬ বছর ধরে এরকম গুঞ্জন শোনা গেছে, এজন্য সাবেক চেয়ারম্যান মরহুম ডাঃ আতিয়ার রহমান তাকে সাসপেন্ড করেছিল।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss