কুড়িগ্রামে জেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের ৬ষ্ঠ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১ টায় জেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম’র সভাপতিত্বে মাসিক সভায় পূর্বসভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৩-২০২৪ অর্থ বছরে এডিপি ও রাজস্ব বরাদ্দের গ্রহীত প্রকল্প বাস্তবায়ন, উন্নয়নমূলক কাজের অগ্রগতি,জেলা পরিষদের বেদখল জমি উদ্ধার,জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে অফিসে সঠিক সেবাদানসহ বিবিধ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয় ।
আলোচনা শেষে সকল সদস্য নবনির্বাচিত জেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এসময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান মো.নুরুন্নবী চৌধুরী, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান,জেলা পরিষদের সদস্য ভূরুঙ্গামারী উপজেলার ১নং ওয়ার্ডের সদস্য জহির উদ্দিন, নাগেশ্বরী উপজেলার ২নং সদস্য মো. একরামুল হক বুলবুল, রাজারহাট উপজেলার ৫নং সদস্য মো. এনামুল হক,উলিপুর উপজেলা ৬নং সদস্য মো. জুয়েল, চিলমারী উপজেলা ৭নং সদস্য মো. জামিনুল হক,রৌমারী ৮ নং সদস্য মো. হারুনর রশীদ, চর রাজিবপুর ৯ নং সদস্য সোহেল সরকার, সদর,রাজারহাট ও উলিপুর সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ শিউলী বেগম, চিলমারী, রৌমারী ও চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আরমিন নাহার, সদস্য মাসুদা ডেইজী, মনোয়ারা বেগম ও জেলা পরিষদের সহকারি প্রকৌশলী (অঃদাঃ) মিজানুর রহমান সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss