সম্পত্তি লিখে দেওয়ার জন্য বাবার বসতঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। ৬৫ বছরের হতভাগ্য পিতার বসবাস এখন খোলা আকাশের নিচে।
১৯ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়নের ১নং ওয়ার্ড মনির উদ্দিন ভূঁইয়া বাড়িতে ঘটনাটি ঘটে।জানা যায়, আজ থেকে বিশ বছর আগে মৃত রহিম বক্সের পুত্র হোসেন ভূঁইয়ার প্রথম স্ত্রী তিন মেয়ে ও দুই ছেলে রেখে মারা যায়, ছেলে মেয়েদের লালন পালনের কথা চিন্তা করে হোসেন ভূঁইয়া ২য় বিবাহ করেন, অতি কষ্ট করে পাঁচ সন্তান বড় করে মেয়েদের বিবাহ দেন এবং ছেলেদের বিবাহ করান। হোসেন ভূঁইয়ার মাত্র ৬শতাংশ জমির উপর বসতভিটা ছাড়া আর কোন সম্পত্তি নেই। দীর্ঘদিন যাবত বাবার খোঁজ খবর নিচ্ছে না ছেলে মেয়েরা, কোন মতে দিনমজুরি করে ২য় সংসার চালান হোসেন ভূঁইয়া।
ঘটনার দিন মেয়ে রুমা আক্তার (৩৫) তার স্বামী হান্নান, রেখা আক্তার (২৮) স্বামী আবুল কাশেম, রিয়া আক্তার (২৪) স্বামী হাবিব এবং ছেলে মোজাম্মেল (৩২) একত্রিত হয়ে বৃদ্ধ বাবাকে ওই ৬ শতাংশ জমি তাদের নামে রেজিষ্ট্রেশন করে দেওয়ার জন্য জোর চাপ প্রয়োগ করেন, বাবা হোসেন ভূঁইয়া রাজি না হওয়ায় তার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এই ব্যাপারে ভিকটিম ৯৯৯ এ কল দেওয়ার পর রায়পুর থানার পুলিশ গিয়ে দুই পক্ষকে ডেকে সমঝোতা সাপেক্ষে একটি লিখিত অভিযোগ লিপিবদ্ধ করে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss