খুলনার কয়রা উপজেলার ১নং কয়রা গ্রামের আল হেলাল জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহকে অপমান করার জেরে মুসল্লীরা গণ ধোলাই দিয়েছে স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুরকে। জানা গেছে গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে রমজানের তারাবি নামাজের টাকা বিতরণকে কেন্দ্র করে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুর উক্ত মসজিদের ইমামকে মুসল্লীদের সামনে অপমান করলে তাতে মুসল্লীরা ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্যকে গণধোলাই দিয়েছে।
ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য ইউপি সদস্য অপচেষ্টা চালাচ্ছে বলে মুসল্লিদের অভিযোগ। এ ব্যাপারে ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুরের নিকট জানতে চাইলে তিনি গণধোলাই এর ঘটনা অস্বীকার করে বলেন, তারাবির টাকা বিগত কয়েক বছর ইমাম সাহেব একাই নিয়ে থাকেন এবং তিনি প্রায়ই সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে। আমি তার প্রতিবাদ করায় কিছু উচ্ছৃঙ্খল যুবক আমার উপর চড়াও হয়। এ ব্যাপারে মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি, উক্ত মসজিদের জুম্মার নামাজ শেষে তারাবির টাকা নিয়ে হট্টগোল হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।