অজ্ঞান পার্টির কবলে পড়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ ব্যক্তি ভর্তি হয়েছেন। শুক্রবার (১৯এপ্রিল) রাতে পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালি গ্রামে পৃথক দুটি বাড়িতে এ ঘটনা ঘটে। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃতরা হচ্ছেন, হাবিবুর রহমান হাওলাদার, মামুনুর রশিদ, ফেরদৌস, জ্বীন, হাসান হাওলাদার, তিতাস হাওলাদার, আশ্রফুল হাওলাদার, সাকিবুল হাওলাদার, মোঃ নাইম, নারায়ন চৌকিদার, মোঃ শামিমা আক্তার, হিরা আক্তার, আখি আক্তার, মারিয়া আক্তার, শ্যামলী রানী।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গৃহকর্তা হাবিবুর রহমান হাওলাদার ও নারায়ন চৌকিদার জানান, তারা রাত ১০টার দিকে ভাত খেয়ে ঘুমিয়ে পরেন। কিন্তু সকালে তাদের ঘুম ভাঙ্গলেও বিছানা থেকে উঠতে পারছিলেন না। এছাড়া ঘরের মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে । খবর পেয়ে পাশ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদের শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। তাদের ধারনা চোরচক্র কোন এক সময় তাদের খাবারের সাথে চেতনা নাশক কিছু মিশিয়ে রেখে গেছে। এরপর ওই দুই বাড়ির স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ ব্যপারে শরনখোলা থানার অফিসার ইন চার্জ এ ইএচ এম কামরুজ্জামান বলেন, ঘটনাটি যেহেতু পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে তাই এ ব্যপারে মোরেলগঞ্জ থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss