
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাখরনগর শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরে গীতা সংঘের ২ বছর পূর্ত্তি উপলক্ষে এক আনন্দময় গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাবু অমর চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান ডিগ্রি কলেজের অধ্যাপক বাবু দয়াল চন্দ্র পাল।
অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন:
বাখরনগর ৯নং ওয়ার্ডের দুই দুই বার সফল মেম্বার জনাব জালাল হোসেন মেম্বার,উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি শাহরিয়ার হোসেন অপু,মাজুর হিন্দু কমিটি সাধারণ সম্পাদক, বাবু তাপস দেবনাথ,বাখরনগর হিন্দুকমিটির সহ সভাপতি বাবু কেশব দাস,বাবু রাখাল ভৌমিক,৯নং ওয়াডের সমাজ সেবক হেলাল উদ্দিন হেলাল,বাবু স্বপন চক্রবর্তী,বাবু সমর চক্রবর্তী,বাবু দুলাল পাল,বাবু অসীম ভট্টাচার্য,বাবু ধনু চন্দ্র শীল,বাবু বিশজিৎ আচার্য,
বাখরনগর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মামুন স্যার,বাবু মাধব চন্দ্র দত্ত,
বাবু শংকর ভট্রাচার্য,অনুষ্ঠানটি পরিচালনা করেন গীতা সংঘের পরিচালক সুমন চক্রবর্ত্তী (সহ:শিক্ষক) চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের সুমধুর গীত সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেছেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গীতা সংঘের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আনন্দময় ও উৎসবমুখর। উপস্থিত সকলেই অনুষ্ঠানটির সফলতার জন্য গীতা সংঘের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান।