ময়মনসিংহের ফুলপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের সহযোগিতায় ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৫০ জন খামারি অংশ নেন। প্রদর্শনীতে গরু, মহিষ, ছাগল, পাঠা, ভেড়া, ঘোড়া, মুরগি, হাঁস, টিয়া, খরগোশ, বিড়াল, কবুতরসহ বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হয়।
এসময় ৩ ক্যাটাগরিতে ৯ জন ও বিশেষ পুরস্কার হিসেবে ৩ জনসহ মোট ১২ জনকে পুরস্কার প্রদান করা হয়। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. প্রিয়াঙ্কা রাণী পোদ্দারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss