ঘাটাইল প্রতিনিধি: মোঃ রবিউল হাসান
নববর্ষ উপলক্ষে সুনামগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয় গারোবাজারে তৃতীয় দিনের অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার(১৬ই এপ্রিল) অনুষ্ঠান শুরু হয় রাত্রি নয়টায় দিকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইব্রাহীম মন্ডল। অনুষ্ঠান উদ্বোধন করেন মোঃ মহিউদ্দিন চেয়ারম্যান,২ নং মহিষমারা ইউনিয়ন পরিষদ। তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার সাবেক কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুল রাজ্জাক(এমপি)। তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল গ্ৰাম বাংলার ঐতিহ্য বহনকারী বেহুলার লক্ষিন্দরের পালা গান। বেহুলা লক্ষিন্দর পালাটি পরিবেশন করেন সখিপুরের বিখ্যাত মফিজের পালাদল। বর্তমান যুগে গ্ৰাম বাংলার ঐতিহ্য বহনকারী বেহুলা লক্ষিন্দর পালাটি তেমন বেশি পূর্বের মতো দেখা যায় না। তাই নববর্ষ উপলক্ষে বেহুলা লক্ষিন্দর পালাটি আয়োজন করলে সর্বস্তরের জনগণের উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল এদিন। সুনামগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল বসার জন্য বিশেষ ব্যবস্থা। এদিন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে চেয়ার নিয়ে বসার সুব্যবস্থা করেছিল মেলা পরিচালনা কমিটি ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss