বুধবার(১৭ই এপ্রিল) আন্তর্জাতিক সাহিত্য পরিষদ ও কবি মিলনমেলা টাঙ্গাইল এর মাসিক বিজয়ী কবির নাম প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সাহিত্য পরিষদ ও কবি মিলনমেলা টাঙ্গাইল এর মাসিক বিজয়ী কবি মোঃ সাব্বির হোসেন বাপ্পি।
কবিতা:
টোকাইয়ের ঈদ রাস্তাঘাটে কত টোকাই দেখতে পাই আমরা সবাই,তাদেরও তো ঈদ আছে কাপড় কেনার সাধ্য নাই।কারও আছে বাবা মা, কারও তো নাই বড়লোকদের পুরনো কাপড়,কেউ আমরা দিতে নাহি চাই।ঈদের দিনে কত ভালো,খাবার আমরা খাই,রাস্তার পাশে পড়ে থাকে টোকাই আমরা কেউ দেখতে নাই পাই।
তাদেরও তো ইচ্ছে করে নতুন নতুন জামা পড়তে,
সবার সাথে এক কাতারে ঈদের নামাজ পড়তে।
ঈদের দিনে তাদের মুখে থাকে না তো কোন হাসি
এটাই হলো আমাদের সমাজের মানব কুলের সর্বশ্রেষ্ঠ জাতি।