ঘাটাইল উপজেলা প্রতিনিধি:-
বাংলা নববর্ষ উপলক্ষে গারোবাজার সুনামগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মোটরসাইকেল খেলা, জাদুর খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৫ই এপ্রিল) দুপুর দুইটা হতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত্রি এগারোটার দিকে শেষ হয়।
মেলায় বসেছিল নানান রকমের বাহারির দোকান। প্রতিটি দোকানে সাজানো ছিল নিত্য নতুন করে।রোদ একটু পড়া শুরু করলে মেলায় লোকদের ভিড় হতে শুরু করে। ৪০-৫০টা এলাকা থেকে কমপক্ষে এই মেলা দেখতে লোকজন আসে। অনেক বছর ধরে এ মেলা উদযাপন হয়ে আসছে।প্রতি বছর এ মেলা পাঁচ দিন চলে কিন্তু এ বছর ঈদুল ফিতর ও নববর্ষ উপলক্ষে এ মেলা সাত দিনের আয়োজন করা হয়েছে।প্রতি দিনই থাকে বাংলা চলচ্চিত্রের নায়ক নায়িকাদের নৃত্য পরিবেশন। মেলায় ছিল দর্শকদের জন্য নাগরদোলায় ব্যবস্থা। মেলার বিশেষ আকর্ষণ ছিল জাদুর খেলা।জাদুর খেলা দেখার জন্য লোকদেরকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
জাদুর খেলার মধ্যে বিশেষ আকর্ষণ ছিল নায়ক নায়িকাদের উপস্থিতি ও দেশি-বিদেশি জাদুর শিল্পী।পরে তারা তাদের নৃত্য ও জাদু পরিবেশন করে মেলায় থাকা লোকদেরকে আনন্দ প্রদান করে। মেলার আরও বিশেষ আকর্ষণ ছিল মোটরসাইকেল খেলা। এ দৃশ্য প্রত্যেক দর্শক তৃপ্তির সহকারে উপভোগ করে । একসঙ্গে চারটি মোটরসাইকেল কাঠের উপর দিয়ে চালানো সত্যি অনেক শ্বাসরুদ্ধকর ছিল ।আরও বিশেষ আকর্ষণ ছিল প্রাইভেটকার খেলা। মেলায় মাঝখানে করা হয়েছিল বিশাল বড় একটা টাওয়ার। সেখান থেকে বিভিন্ন মিডিয়াতে অনুষ্ঠান সরাসরি প্রচার করা হয়। মাগরিবের পর পূর্ণাঙ্গ অনুষ্ঠান শুরু হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বিভিন্ন ডান্স একাডেমির নৃত্যশিল্পীরা। মেলায় বসেছিল পূর্ব দিকে শাড়ি, চুড়ি, অস্থায়ী খাওয়ার হোটেল, বিভিন্ন কসমেটিক এর দোকান। মেলার উত্তর দিকে বসেছিল শিশুদের জন্য খেলনার দোকান। মেলায় পশ্চিম দিকে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। মেলার দক্ষিণ দিকে ছিল বিশেষ চমক। মেলার দক্ষিণ দিকে ছিল মোটরসাইকেল খেলা, জাদুর খেলা, নাগরদোলা ইত্যাদি। মেয়েদের অনুষ্ঠান উপভোগ করার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল।