টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
আজ ঈদের দিন ১১-৪-২০২৪, মোটরসাইকেল ও অটোগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাটি ঘটে টাংগাইল এলজিডি আওতায় নির্মিত রাস্তায় গালা বাজার সংলগ্ন।
স্থানীয় জন-সাধারণ বাইকটিকে আটোক করছেন ।
ঘটনাস্থলে অটো ডাইভার ও বাইক চালকের অবস্থা খুবই খারাপ হয়
উপস্থিত জনসাধারণ জানান অটোডাইভারের মাথায় আগাত লাগে এবং প্রচুর রক্তহ্মরন হয়।
অটোর তিন যাত্রির অবস্থা বেগতিক।
অটো ও মোটরসাইকেল চালককে টাংগাইলে শেখ হাসিনা মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়েছে।