
মোঃ আব্দুল আলী;
দৈনিক প্রথম বার্তা নাসিরনগর উপজেলার প্রতিনিধি।
সু শিক্ষার আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান সামনে রেখে ডাঃ রোকন -ডাঃফাতেমা মেধাবৃত্তি প্রদান এবং দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন আজ ০৯/০৪/২৪ ইং তারিখে করা হয় । আজকের মতবিনিময় পরামর্শ ও ইফতার মাহফিলে স্ব শরীরে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলার গর্ব কুন্ডা ইউনিয়নের কৃতি সন্তান ডাঃ মোঃ রোকন উদ্দিন ভূইয়া স্যার সহ আমাদের গ্রামের গন্যমান্য ব্যাক্তিগন।খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে মান সম্মত আদর্শ কিন্ডারগার্টেন স্কুল এর কার্যক্রম।