মাহাবুল ইসলাম গাজীপুর
ঢাকা-মায়মানসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে কিছুটা স্বস্তি থাকলেও দুপুরের পর থেকে বাড়তে থাকে যানজট। সন্ধ্যার দিকে সেটি ভয়াবহ আকার ধারণ করে। এতে ঈদে ঘরমুখী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
চন্দ্রা থেকে গাজীপুরের কোনাবাড়ী বাজার এলাকা পর্যন্ত দীর্ঘ যানজট।
চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহন বাড়ার পাশাপাশি কয়েকটি জায়গায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে কালিয়াকৈর-নবীনগর সড়কে জিরানী বাজার এলাকা ও চন্দ্রা থেকে গাজীপুরের কোনাবাড়ী বাজার এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সিরাজগঞ্জ যাচ্ছিলেন তরিকুল ইসলাম, জুয়েল রানা ও স্বপন মিয়া। তারা বলেন, ‘গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে বাসে উঠেছি। চন্দ্রা আসতে সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। অথচ চৌরাস্তা থেকে চন্দ্রা আসতে সময় লাগার কথা ৩০ থেকে ৪০মিনিট।’
সোমবার দুপুরের পর থেকে গাজীপুর, কালিয়াকৈর, সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প-প্রতিষ্ঠান ছুটি হওয়াতে চন্দ্রা ত্রিমোড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: ঈদযাত্রা: ঢাকাবাসীকে গুনতে হচ্ছে অতিরিক্ত ৯৮৪ কোটি টাকা
গাজীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার সিমা রানী সরকার বলেন, দুপুরের পর থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের ঢল নেমেছে। যানবাহনের চাপ বেড়েই চলেছে। ২০টি পয়েন্টে যানজট দ্রুত নিরসন করে ঈদে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে দুই শতাধিক পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss