রায়পুর,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়নের চেয়ারম্যান তাফাজ্জল হোসেনের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে সারা দেশের ন্যায় রায়পুর বামনী ইউনিয়নে ২ হাজার ২ শ জনকে ১০ কেজি করে ভিজিএফ চাল দেয়ার সিদ্ধান্ত হয়। যথা রীতি ২ হাজার ২ শ জনের জন্য ২২ টন চাল পরিষদে আসে। চেয়ারম্যান প্রত্যেক সুবিধাভোগীদের ১০ কেজির স্থলে ৭/৮ কেজি চাল দিয়ে বিদায় দেয়। ৯ নং ওয়ার্ডের প্রায় ২০ জন সুবিধাভোগীর ভিজিএফ চালের কার্ড চেয়ারম্যান ছিঁড়ে ফেলে এবং চাল না দিয়ে বিদায় করে। প্রতিবাদ করলে কয়েকজনকে মারধর করার অভিযোগও রয়েছে চেয়ারম্যান ও তার অনুগতদের বিরুদ্ধে।
এ ব্যাপারে বামনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মেম্বার জাহিদুল আলম সুমন বলেন, ৬ এপ্রিল শনিবার সকাল অনুমান বেলা১১:০০ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার সরকারি বরাদ্দকৃত বি জি এফ চাউল এর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের চাউল বিতরণ কার্যক্রমের জন্য নির্ধারিত ছিল। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বি জি এফ এর তালিকা ভুক্ত জনগন রায়পুর উপজেলার ০৭ নং বামনী ইউনিয়ন পরিষদ হইতে চাউল আনিতে গেলে রায়পুর উপজেলার ০৭ নং বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চাউল আত্মসাৎ করার উদ্দেশ্যে চাউল না দিয়ে বি জি এফ এর সুবিধা ভোগী অনেকের চাউলের টোকেন ছিড়ে ফেলে। যাদের কে দিয়েছেন তাদের বরাদ্দকৃত চাউল ১০ (দশ) কেজির স্থলে ৭-৮ কেজি দেওয়ায় জনগন প্রতিবাদ করিলে ০৭ নং বামনী উনিয়ন পরিষদ এর চেয়ারম্যান তাফাজ্জল হোসেন জনগন কে উদ্দেশ্য করিয়া গাল-মন্দ করিয়া গায়ে হাত তুলে এবং চেয়ারম্যানের নির্দেশে ইউনিয়নের ০২ নং ওয়ার্ড ইউপি সদস্য মাহমুদুল হাসান জনগন কে লাথি মারে এবং লাঠি দ্বারা বেদড়ক মারধর করে। যদিও উল্লেখিত তারিখে রায়পুর উপজেলা ০৭ নং বামনী ইউপির ০২ নং ওয়ার্ডের বি জি এফ এর চাউল বিতরণের কার্যক্রম ছিলনা। ইহাতে রায়পুর উপজেলার ০৭ নং বামনী ইউনিয়ন পরিষদ এর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ২০ জন সুবিধা ভোগী জনগন বি জি এফ এর চাউল না নিয়া বাড়িতে চলিয়া যায়। উক্ত ঘটনার বিভিন্ন ভিডিও চিত্র যাহা ইতি পূর্বে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রচারিত হয়। চেয়ারম্যান সরকারি বরাদ্দকৃত বি জি এফ এর চাউল ওজনে কম দিয়া এবং অনেক কে না দিয়ে বিপুল পরিমান সরকারি চাউল আত্মসাৎ করে। এ ব্যাপারে আমি রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রনালয়, মাননীয় সচিব, স্থানীয় সরকার মন্ত্রনালয়, মাননীয় জেলা প্রশাসক,লক্ষ্মীপুর প্রেসক্লাব, রায়পুর প্রেসক্লাবের এর কাছে অভিযোগের অনুলিপি প্রদান করি।
এ ব্যাপারে ৯ নং ওয়ার্ডের ভুক্তভোগী রাবেয়া, আশা, সামু, সুন্দরী, আমেনা বলেন, চেয়ারম্যান আমাদেরকে কার্ডের চাল না দিয়ে কার্ড ছিঁড়ে ফেলে।
চেয়ারম্যান তাফাজ্জলকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, কিছু লোক কার্ড ছাড়া চাল নিতে আসলে তাদের সাথে আমার হট্টগোল হয়।
এ ব্যাপারে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন, অভিযোগ হাতে পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss