এম. শাহাবুদ্দিন, দুর্গাপুর রাজশাহী
দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের বখতিয়ারপুর গ্রামে পানের বরজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে দুর্গাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
সোমবার ( ৮এপ্রিল) সাড়ে১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পান চাষি টিপু জানান, বেলা সাড়ে ১২টার দিকে পানের বরজে আগুন লাগে।
একের পর এক পান বরজে আগুন বিস্তার করে সব পুড়িয়ে ছাই করে দিয়েছে। এরমধ্যে প্রায় ১০০ বিঘার মতো পানের বরজ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা ও মাঠে থাকা লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও ৪০ কৃষকের প্রায় ১০০ বিঘা জমির পান বরজ পুড়ে গেছে। এতে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে। স্বপ্ন পুড়ছে ৪০ পরিবারের।
এদিকে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এ আগুন বিড়ি বা সিগারেটের আগুন থেকেই সূত্রপাত হতে পারে ।এমনকি এ ঘটনায় ৩০ থেকে ৪০ জন কৃষক প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss