
ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামের মোঃ শাহিন মৌলঙ্গীর স্ত্রী মোছাঃ নাজমুন নাহার সুমি ও তার কন্যা সন্তানদেরসহ শ্বশুরকে গালিগালাজ, মারপিট ও প্রাণনাশের হুমকির ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার ৮এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখে কেশবপুর নিউজ ক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ওই গৃহবধূ বলেন, গত রোববার ৭ই এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখে সকাল আনুমানিক ১১ টার সময় জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের (১) মোঃ ইসরাফিল মৌলঙ্গী, পিতাঃ মোঃ ওলিয়ার মৌলঙ্গী, (২) মোঃ কালাম মৌলঙ্গী (৩) মোঃ সালাম মৌলঙ্গী,(৪) মোঃ জলিল মৌলঙ্গী, পিতাঃ মোঃ ছাকো মৌলঙ্গী কর্তৃক গৃহবধূ নাজমুন নাহার সুমি ও তার দুই কন্যা মোছাঃ তাবাসসুম খাতুন, মোছাঃ মারজিয়া খাতুন এবং তার শশুর কওছার মৌলঙ্গী কে বাড়ির উপর এসে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট করে ফোলা জখম ও প্রাণনাশের হুমকি দেয়।
বর্তমানে আমরা খুবই মানবেতর জীবন যাপন করছি। এমতবস্হায় তিনি তার পরিবারের সকলকে নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারে এবং এমন ঘটনার সঠিক বিচার চেয়ে তিনি মিডিয়া ব্যক্তিত্ব ও সরকারের আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলন কালে নাজমুন নাহার সুমির সাথে উপস্থিত ছিলেন, তার শশুর মোঃ কওছার মৌলঙ্গী দুই কন্যা মোছাঃ তাবাচ্ছুম খাতুন, মোছাঃ মারজিয়া খাতুন।