নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
নীলফামারীর জলঢাকা ১৮০বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ১জন মোটরসাইকেল জব্দ করেছে থানা পুলিশ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর, পিপিএম এর দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার সক্রিয় চৌকস অভিযান টিম থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা থানাধীন দুন্দীবাড়ি হইতে চাওড়াডাঙ্গী গামী পাকা রাস্তায় চকচকার দোলা ছোট সাইপোন নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পাকা রাস্তার উপর হইতে ১ এপ্রিল(সোমবার) রাত আনুমানিক ১০টা ৫মিনিট সময় ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলন পাড়া এলাকার মৃত -ফয়েজ উদ্দিন এর ছেলে মঈনুল হক (৩৫)কে আটক করে। এ সময় তার কাছ থেকে বিশেষ কায়দায় নেভি ব্লু রঙের কাপড় দ্বারা তৈরি বস্তার ন্যায় ব্যাগ ১৮০ (একশত আশি ) বোতল ফেনসিডিল সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল আটক করা হয়। যাহার মূল্য অনুমান২৭০,০০০/= (দুইলক্ষ সওর) হাজার টাকা । উক্ত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) ধারায় রুজু করা হয়।জলঢাকা থানার মামলা নং-০৪ তারিখ ০২/০৪/২৪।এবিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম জানান গ্রেফতার কৃত আসামীকে পুলিশিং স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রহিয়াছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss