
মো:আমিনুল ইসলাম :-
বুয়েট ক্যাম্পাসে আবারও প্রাণের স্পন্দন, ছাত্র রাজনীতির পতাকা উড়ছে উঁচুতে! হাইকোর্টের রায়ে রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় বুয়েটের মাটিতে ফিরে এসেছে দীর্ঘদিন নিষিদ্ধ থাকা নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি।
২০১৯ সালের আবরার হত্যাকাণ্ডের পর থেকে বুয়েটে ছাত্র রাজনীতি ছিল নিষিদ্ধ। চার বছর পর, ২০২৪ সালের ১লা এপ্রিল, রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন।
বুয়েটে ছাত্র রাজনীতি চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল ছাত্রলীগ। রিট আবেদনকারী ইমতিয়াজ হোসেন রাহিমসহ বুয়েটের অনেক শিক্ষার্থীও ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি ফেরত চেয়েছিলেন।
বুয়েট উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদারও স্পষ্ট করে বলেছেন, শিক্ষক-শিক্ষার্থীরা যদি চান, তাহলে ক্যাম্পাসে আবারও ছাত্র রাজনীতি চালু করা সম্ভব।
বুয়েটে ছাত্র রাজনীতির ফিরে আসা কেবল একটি ঘটনা নয়, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। আশা করা যায়, এই নতুন অধ্যায়ে ক্যাম্পাসে ফিরে আসবে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ, জাগ্রত হবে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, এবং বিকশিত হবে তাদের সৃজনশীলতা ও জ্ঞান।
এই ঐতিহাসিক মুহূর্তে বুয়েটের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অভিনন্দন জানাই। আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বুয়েট ক্যাম্পাস হয়ে উঠবে জ্ঞান, সংস্কৃতি ও গণতন্ত্রের এক উজ্জ্বল কেন্দ্র।