
ছিনতাইকারী ছুরিঘাতে লাল খা (২৩) নামে এক রিক্সা চালক খুন হয়েছে।তার পিতার নাম আবুল কালাম। সে ব্রাক্ষণবাড়িয়া সদরের বুধল এলাকার খাটিহাতা এলাকার বাসিন্দা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে জসিম নামে এক ছিনতাইকারীকে জনতা আটক করেছে । আটক জসিম ব্রাহ্মণবাড়িয়া সদরের নরসিংসার গ্রামের নুরু মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার রাত ১০,২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বড্ডা পাড়া(উঃ)এলাকায়। কুমার পাড়ার মোশারফ এর অটো গ্যারেজের কাছে ।ধৃত জসিমের সহযোগী আল-আমীন, সরোয়ার পালিয়েছে।
ঘটনাস্থলে পুলিশ রয়েছে।