লাল পুর উপজেলা প্রতিনিধি, মাসুদ রানা
লালপুরে ট্রাকের ধাক্কায় বাবুল আকতার নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় আরো দুইজন আহত হয়েছে।
শুক্রবার রাত পৌনে ১ টার দিকে লালপুর বাঘা সড়কের কসাইপাড়া এলাকায় এঘটনা ঘটে। বাবুল উপজেলার সাইপাড়া গ্রামের ইনসার আলীর ছেলে। আহতরা হলেন বাবুলের পিতা ইনসার আলী ও ছোট ভাই সৈকত।
জানা যায়, রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে একটি ট্রাক ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেল আরোহী ৩ জন মোটরসাইকেল থেকে সিটকে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার দিকে বাবুল মারা যায়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss