মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-
কুমিল্লা মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের মেম্বার আশ্রাফুলকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ।
আসামির স্ত্রীর দাবি, মুরাদনগর থানার এসআই হারুন তার স্বামীর কাছ থেকে ২ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন।
টাকা না দেওয়ায় তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
মেম্বারের মুক্তি এবং এসআই হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
গত শুক্রবার, মুরাদনগর-কোম্পানিগঞ্জ রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার হাজার হাজার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা মেম্বার আশ্রাফুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলি মিথ্যা বলে দাবি করেন।
তারা দ্রুত তার মুক্তির দাবি জানান।
এসআই হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানিয়ে আরও বলেন সাম্প্রতিক সময়ে, পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বৃদ্ধি পেয়েছে।
এই ঘটনাটি সেই প্রবণতার আরেকটি উদাহরণ।
অভিযুক্ত এসআই হারুনের বক্তব্য:
এসআই হারুন অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, মেম্বার আশ্রাফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
তিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা।
তিনি আরও বলেন, মেম্বার আশ্রাফুল তাকে ফাঁসানোর চেষ্টা করছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss