
মাহমুদুল হাসান
সরাইল উপজেলা প্রতিনিধি
আজ সকাল ৬ টায় সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মেজবা উল আলম ভূইঁয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২সরাইল-আশুগঞ্জ আসনের সংসদ সদস্য মো.মঈন উদ্দিন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেলের এ এসপি মো.রকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তৌফিক আহমেদ তফছিরসহবিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
সকালে উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্প মাল্য অর্পণ করেন।